বিনোদন ডেস্ক::
গ্রামের বোকাসোকা মানুষদের তাবিজ-কবজ, ফু, পানি পড়া দিয়ে ধোকাবাজির মাধ্যমে টাকা ইনকাম করা ও নানা কুসংস্কারে আচ্ছন্ন করে সহজ সরল মানুষদের ঠকানোই চিত্র লেখাগুহ ও আ খ ম হাসানের কাজ। ‘ছায়াবিবি’ নামের একটি নতুন ধারাবাহিক নাটকে এমনই চরিত্রে অভিনয় করেছেন তারা। নাটকটি রচনা ও পরিচালনা করছেন সাজ্জাদ হোসেন দোদুল।
এখানে ছায়া বিবি চরিত্রে অভিনয় করেছেন চিত্রলেখা ও তার ছেলের চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান। ৬ মার্চ থেকে নাটকটি প্রতি মঙ্গল, বুধ, ও বৃহস্পতিবার ৯ টা ২০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে।
নাটকটিতে দেখা যাবে,গল্পের প্রধান চরিত্র ছায়া বিবি মূলত তার সাঙ্গপাঙ্গদের নিয়ে মানুষদের বোকা বানায়। ছায়াবিবির সব চেয়ে কাছের সহযোগী হিসেবে কাজ করে আ খ ম হাসান।
নাটকটির নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল বলেন,‘‘ কমেডি গল্পের নাটক ‘ছায়াবিবি’। আমি এটুকু বলতে পারি নাটকটিতে হাসি আছে কিন্তু ভাড়ামি নেই। হাস্যরসের মধ্য দিয়ে গ্রামীন প্রেক্ষাপটে আমি আমাদের সমাজের গল্প বলার চেষ্টা করেছি। আশাকরি সবার ভালো লাগবে।’’
নাটকটিতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, অহনা, সিদ্দিক, আরফান, হুমায়রা হিমু, রাশেদ মামুন অপুসহ আরও অনেকে।