আমাদের প্রাত্যহিক দিন শুরু হয় ভোরের রাস্তায়
দু’মুঠো অন্নের নেশায় কাস্তে আর কোদাল হাতে,
পদব্রজে, শৈত্যপ্রবাহে কিংবা চৈত্রের দুপুরে,
ঝড়োহাওয়া আর ঠান্ডা বৃষ্টিতে।
জীবিকার আশায় ধর্ণা দিতে লজ্জাবোধ করিনা
কখনো উপর ওয়ালাদের দ্বারে দ্বারে;
আহত পশুর মতো ছুটে চলাতেই আমাদের শান্তি,
আমাদের দিনগুলো বড়ই স্তব্দ, নীরব।
এপার বাংলা কিংবা ওপার বাংলা অথবা সারা দুনিয়াতেই
আমাদের ঠাঁই নেই, মৃত্যুও নেই, নেই বাঁচার অধিকারও।
ক্লান্ত দিনের ছবি মস্তিষ্কে ভেসে উঠে নিশার স্বপনে
আমাদের আর্তি শুনে ক্ষেপে উঠে বিধাতার কোমল আসন
উন্মুক্ত পৃথিবীটা সংকীর্ণতার হাত বাড়ায়,
জনাকীর্ণ রাজপথ ভারাক্রান্ত হয়ে উঠে আমাদের পদভারে।