মুকুল মজুমদার::
জাগ্রত বিবেক চাই স্লোগানকে সামনে রেখে ২০১৪ সালে গঠিত হয় বাংলাদেশ কবি সভা। তারপর এক এক করে গঠিত হয় দেশ ও দেশের বাহিরে বিভিন্ন জেলা শাখা। তারই ধারাবাহিকতায় গত শক্রবার ১১ আগস্ট গঠিত হলো বাংলাদেশ কবি সভা’র ওমান শাখা।
ওমানের রাজধানী মাসক্যাট শহরের নিজাম রেস্টুরেন্ট এর হল রুমে এক সাহিত্য আড্ডার মধ্যে দিয়ে সম্পন্ন হয় বাংলাদেশ কবি সভার ওমান শাখার কমিটি গঠন।
এ সময় ২৩ সদ্যের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়- সুলতান নাজিমুদ্দীন সুমন এবং সেক্রেটারি নির্বাচিত হয় ছালাহ উদ্দিন রাসেল।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি- মোঃ বেলাল উদ্দীন, সহ সভাপতি- দোলন কুমার দে, সহ সভাপতি- শরীফ মোহাম্মদ ইকবাল, সহ সভাপতি- মাষ্টার কলিম উল্লাহ, সাধারণ সম্পাদক- ছালাহ উদ্দীন রাসেল, সহ সম্পাদক- ওয়াহেদ আহাম্মদ রাজন, সহ সম্পাদক- ইউনুছ খাঁন রুবেল, সাংগঠনিক সম্পাদক- রাখাল চন্দ্র নাথ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক- মোঃ রায়হান তালুকদার, অর্থ সম্পাদক- শেখ আবদুল্লাহ, সাহিত্য সম্পাদক- ইমতিয়াজ সেজান সানি, সহ সাহিত্য সম্পাদক- কিং শাহেদ, দপ্তর সম্পাদক- মোঃ শহীদুল ইসলাম, প্রচার সম্পাদক- মোঃ পারভেজ উদ্দীন, সহ প্রচার সম্পাদক- এহসান নিশুক, সহ প্রচার সম্পাদক- মোঃ মুবিন প্রমুখ।
এ ছাড়াও শাখার উপদেষ্টারা হলেন, প্রধান উপদেষ্টা- জনাব বাদল আনোয়ার, উপদেষ্টা- এম, এ মন্নান, উপদেষ্টা- এম, নুরুল আবছার সেলিম, উপদেষ্টা- জাহিদ হোসেইন প্রমুখ।।